স্বাগতম

এই ব্লগটি ২য় বিশ্বযুদ্ধের উপর নির্মিত । এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ধারাবাহিক ভাবে তুলে ধরা হয়েছে। এই সাইটের লেখাগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট থেকে। এখানে স্ক্রল করে নিচে যেতে থাকলে লেখাগুলো সব সিরিয়ালি পাবেন।
যেকোন প্রয়োজন বা অভিযোগ জানাতে inbox এ যোগাযোগ করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ হিটলারের শৈশবকাল

১৯১৮, ১০ নভেম্বর, সন্ধ্যা,


১ম বিশ্বযুদ্ধের শেষ দিন।


পাসওয়াক হাসপাতাল। যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা দূরে বলে তা শত্রুর আর্টিলারির আঘাত থেকে রক্ষা পেয়েছে। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। চারদিকে আহত সৈনিকের আর্তনাদ। কিন্তু এরই মাঝে একটি খবর হাসপাতালের পরিবেশকে আরও গুমট করে দেয়। এক সৈনিক থেকে আরেক সৈনিক, এভাবে বাতাসের বেগে ছড়িয়ে পরে সেই খবর। হাসপাতালের বৃদ্ধ পুরোহিত, খবরটি শুনতে পায়। তার আর তর সয় না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ ১ম বিশ্বযুদ্ধ(১)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে হলে আগে ১ম বিশ্বযুদ্ধ সম্পর্কে কটি কথা বলে নেওয়া জরুরি। কেননা ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধ পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটিকে ছাড়া আরেকটির আলোচনা প্রায় অসম্ভব।


ত্রিপক্ষীয় আঁতাতঃ
১৯০৭ সালে যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে আঁতাতটি গড়ে উঠে। এই আঁতাত ত্রিপক্ষীয় মিত্রজোট কিংবা শুধুমাত্র মিত্রশক্তি নামেও পরিচিত। আঁতাত গঠনের পূর্ব থেকেই ফ্রান্স-রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। ১৯০৭ সালে যুক্তরাজ্য এতে যোগদান করে। অন্যদিকে ইটালি জার্মানীর পক্ষ অবলম্বন করলেও ত্রিপক্ষীয় আঁতাত গঠনের কয়েক বছরের মধ্যে ফ্রান্সের সাথে চুক্তি করে বসে। এতে ইতালীয়-জার্মান সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব পরে, যার ফলশ্রুতিতে ইটালি ১ম বিশ্বযুদ্ধে জার্মানীর বিরুদ্ধে লড়াই করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ ১ম বিশ্বযুদ্ধ (২য় পর্ব)

১ম বিশ্বযুদ্ধ, ১৯১৪।

যুদ্ধ সম্পর্কে জার্মানদের উৎসাহ তখন তুঙ্গে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এমন সুযোগ তাদের কাছে অনেক বছর হল আসেনি। প্রতিটি দেশপ্রেমিক জার্মানের বিশ্বাস, এই মহাযুদ্ধ পুরা বিশ্বের মানচিত্রকে আমূল পালটে দিবে। যুদ্ধে তারা জয়লাভ করবেই। তাদের প্রধান শত্রু হল, মহাশক্তিধর ব্রিটেন, ফ্রান্স আর নতুন পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা রাশিয়া। এদের সাথে তাদের পুঁচকে সাগরেদ রাষ্ট্রগুলও যোগ দিয়েছে। তাতে কি। জার্মানরা আর এদের ভয় পায় না। পৃথিবীতে জার্মান সাম্রাজ্যের পতাকা এই উঠল বলে।

সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক সৈন্যের অভাব পরে না। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে যুদ্ধে যোগ দিতে।